টাইফয়েড জ্বরের ইনজেকশন দাম
প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই খুঁজে থাকেন যে টাইফয়েড জ্বরের ইনজেকশন এর দাম কত? তাই আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। আর্টিকেলটির মাধ্যমে ইঞ্জেকশনের নাম ও দাম সম্পর্কে আলোচনা করব। চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক। আর্টিকেলটি ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে পড়বেন।
টাইফয়েড জ্বরের ইনজেকশন দাম
টাইপের জ্বরের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভ্যাক্সফোয়েড (vaxphoid) ভ্যাকসিন টি প্রস্তুত করে।
ভ্যাক্সফোয়েড (vaxphoid) ভ্যাকসিনের বর্ণনা
এই ভ্যাকসিনটি পরিষ্কার বর্ণহীন হীন ও জীবনমুক্ত দ্রবণ যাতে সালমোনেলা টাইফি Ty2 স্ট্রেন থেকে নিষ্কাশিত করা হয়।ইন্ট্রামাসকুলার এ ব্যবহারের জন্য। এটিতে ভিআই পলিস্যাকারাইড থাকে।
ডোজ সম্পর্কিত তথ্য
ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। ০.৫ মিলি একটি ডোজ ব্যবহার করতে পারবেন। টাইফয়েড জ্বর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তাহলে তিন বছর বেশি সময়ের ব্যবধানে ভ্যাকসিনের একক বুস্টার ডোজ দিতে হবে।টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই ডোজটি বেশ কার্যকর।
দাম সম্পর্কিত
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ভ্যাক্সফোয়েড আই এম ইঞ্জেকশন। টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন 25 mcg/০.৫ মিলি ভ্যাকসিনটির দাম ৫০০ টাকা।
আরেকটি ভ্যাকসিনের নাম হল টাইফিম ভি(Typhim vi) এই ভ্যাকসিনটির প্রস্তুতকারক সাইনোভিয়া ফার্মা পি এল সি।
টাইফিম ভি(Typhim vi) ভ্যাকসিনের বর্ণনা
ডোজ সম্পর্কিত তথ্য
ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। ০.৫ মিলি একটি ডোজ ব্যবহার করতে পারবেন। টাইফয়েড জ্বর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তাহলে তিন বছর বেশি সময়ের ব্যবধানে ভ্যাকসিনের একক বুস্টার ডোজ দিতে হবে।টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই ডোজটি বেশ কার্যকর।