ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধের দিন

চোখ মানুষের এক অমূল্য সম্পদ। মানুষের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে চোখ  একটি ইন্দ্রিয় অঙ্গ। চোখের সমস্যার কারণে বাংলাদেশের ৬৪ টা জেলা থেকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখের ডাক্তার দেখাতে আসেন। কিন্তু অনেকে জানেন না ইসলামিয়া চক্ষু হাসপাতাল সম্পর্কে। কোন দিন কোন দিন খোলা থাকে।কেননা এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাক্তার দেখাতে আসেন।


এসে যদি দেখেন হাসপাতালটি বন্ধ বা ডাক্তার ছুটিতে আছে সেক্ষেত্রে আপনারা ভোগান্তিতে পড়বেন।  এজন্য ডাক্তার দেখানোর পূর্বে আপনাদের জানা অবশ্যই প্রয়োজন।ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধের দিন সম্পর্কে। আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়তে হবে। চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক।


ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধের দিন




ইসলামিয়া চক্ষু হাসপাতালে চক্ষু রোগীদের সকল ধরনের সমস্যার চিকিৎসা করা হয়। হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। প্রতিষ্ঠাটিতে নিজস্ব ওষুধের দোকান এবং চশমার দোকান আছে।একটি মজার বিষয় হল এই হাসপাতালের আউটডোরের সংখ্যা দুটি। অর্থাৎ দুই ধরনের আউটডোরের ব্যবস্থা রয়েছে। একটি হলো সাধারণ আউটডোর অন্যটি হলো প্রাইভেট আউটডোর।



ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বন্ধের দিন শুক্রবার এবং সকল ধরনের সরকারি ছুটির দিনগুলোতে।

 

এখানে টিকিটের মূল্যর বেশ তফাৎ রয়েছে। সাধারণ আউটডোরে ডাক্তার দেখাতে টিকিটের মূল্য মাত্র ৫০ টাকা আর প্রাইভেট আউটডোরের টিকিটের মূল্য সেখানে ৮০০ টাকা। আপনার নিশ্চয়ই এতক্ষণে টিকিটের মূল্য পার্থক্যের পরিমাণ বুঝতে পেরেছেন।

 



সাধারণ আউটডোরে ডাক্তার দেখাতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মত। অনেক ক্ষেত্রে এর বেশি সময় লাগতে পারে। প্রাইভেট আউটডোরে ডাক্তার দেখাতে তেমন একটি সময় লাগে না প্রাইভেট আউটডোরে  শীততাপ নিয়ন্ত্রিত এবং রোগী তার পছন্দমত নির্দিষ্ট ডাক্তার দেখাতে পারেন। এখানে ভিড় খুবই কম থাকে কম সময়ে চিকিৎসা সেবা নেওয়া যায়।






ইসলামিয়া চক্ষু হাসপাতাল রোগী দেখার সময়



এই হাসপাতালে রোগী দেখার সময় সকাল ৭ টা ৩০ মিনিট থেকে রাত ৭:৩০ মিনিট পর্যন্ত। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত আপনারা এই সময়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। তবে বৃহস্পতিবার সকাল ৭:৩০ মিনিট থেকে দুপুর একটা ত্রিশ মিনিট পর্যন্ত ডাক্তার দেখানোর সময়। কারণ বৃহস্পতিবার অর্ধ বেলা।প্রতিদিন জরুরি বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে। 





ইসলামিয়া চক্ষু হাসপাতালের ঠিকানা


ইসলামিয়া চক্ষু হাসপাতালের পুরো নাম হলো ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল।এটি অবস্থিত শেরেবাংলা নগর, ফার্মগেট, খামারবাড়ি, ঢাকা-১২১৫। 




ইসলামিয়া চক্ষু হাসপাতালের ফোন নাম্বার


প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে চান। তারা এই হাসপাতালে রওনা দেওয়ার পূর্বে এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিবেন।তাহলে অনেক বিষয় জানতে পারবেন।  এখানে এসে ভোগান্তিতে পড়তে হবে না। আপনাদের সুবিধার্থে বেসিক ভাইয়ের পক্ষ থেকে এই নাম্বার গুলো দেওয়া হলো:

০৯৬১০৯৯৮৩৩৩,  ৮১৪১৯৬৯,  ৯১১৯৩১৫।




ইস্পাহানি ইসলামিয়া চক্ষু  হাসপাতালের ডাক্তারদের লিস্ট



এখানে যত্ন সহকারে চোখের চিকিৎসা সেবা দেয়া হয়এবং দেশ-বিদেশের অনেক ভালো মানের ডাক্তারদের চেম্বার।আপনাদের রোগের ধরন অনুযায়ী পছন্দ ডাক্তারের নামসমূহ গুলো জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য নিচে ডাক্তারদের নামের তালিকা গুলো ভালোভাবে দেয়া হলো:



*পেডিয়াট্রিক অফথালমোলজি কনসালটেন্ট ডাক্তারদের নাম



১.ডাক্তার মোস্তফা হোসেন। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট। 


২.ডাক্তার মাস্তুরা  খাতুন। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট। 


৩.ডাক্তার সিদরাতুল মুনতাহা নাজনিন
এমবিবিএস, ডিও কনসালটেন্ট


৪.ডাক্তার কাজী সাজ্জাদ ইফতেখার। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট।


৫.ডাক্তার মোহাম্মদ তরিকুল আহসান
এমবিবিএস, ডিও কনসালটেন্ট। 


৬.ডাক্তারসিফাত তৌফিক। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট। 




Vitreo Retinaকনসালটেন্ট ডাক্তারদের নাম


1.ডাক্তার মাহজাবিন চৌধুরী।
এমবিবিএস, ডিও কনসালটেন্ট


2.ডাক্তার মোঃ আরিফ হায়াত খান পাঠান।
এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, আইসিও , (ইউকে)
কনসালটেন্ট।


৩.ডাক্তার মোঃ ইবনে আব্দুল মালেক। 
এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, আইসিও ,
 কনসালটেন্ট।


৪.ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলাম। 
এমবিবিএস, এমসিপিএস, ডিও কনসালটেন্ট।


৫.ডাক্তার মুস্তাফিজুর রহমান। 
এমবিবিএস, এমসিপিএস, ডিও কনসালটেন্ট।


৬.ডাক্তার নাজমুন নাহার। 
এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, আইসিও , (ইউকে)
কনসালটেন্ট।
 

৭.ডাক্তার নওরোজ বাহার। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট।


৮.ডাক্তার সঞ্জয় দাস। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট।
 

৯.ডাক্তার সাইফুল ইসলাম। 
এমবিবিএস, ডিও কনসালটেন্ট। 


১০.ডাক্তার তানভীর আহমেদ। 
এমবিবিএস, ডিও, এমসিপিএস, কনসালটেন্ট।




*গ্লুকোমা কনসালটেন্ট ডাক্তারদের নাম



১.ডাক্তার বিপুল কুমার সরকার। 
এমবিবিএস, এমসিপিএস,আইসিও , (ইউকে)
কনসালটেন্ট। 


২.ডাক্তার সৈয়দ জাহাঙ্গীরকবির। 
এমবিবিএস, ডিও, এফ সি পি এস, কনসালটেন্ট।


৩.ডাক্তার জাফরুল হাসান। 
এমবিবিএস, এমসিপিএস, কনসালটেন্ট।



উপসংহার

ইসলামিয়া চক্ষু হাসপাতালের তথ্য সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। উপরের উল্লেখিত আলোচনা থেকে। আশা করি আপনারা যখন স্থানীয় চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাবেন। তখন তেমন একটা বিড়ম্বনা করতে হবে না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।  আল্লাহ হাফেজ। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url